কেএফটি কলেজিয়েট স্কুলে নবীন বরণ উৎসব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “কেএফটি কলেজিয়েট স্কুলে” ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের “নবীনবরণ” অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৫ সেপ্টম্বর) অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ফুল, উপহার সামগ্রী তুলে দিয়ে এবং “উত্তরীয়” পরিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামালের সভাপতিত্বে গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস বলেন, আমি আশা করছি, মানসম্মত শিক্ষা লাভ করে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে বোর্ডে ভালো ফলাফল করে জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে। নবীনদের জন্য দোয়া ও অফুরান ভালোবাসা। তোমাদের সাফল্যে উদ্ভাসিত হোক কেএফটি’।
পরে সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশনা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তোলে শিক্ষার্থীরা।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১৫ সেপ্টেম্বর ২০২৫