কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশ শহরে রিকশার মোটর অপসারনের কাজ শুরু করেছে।
মোবাইল কোর্টের এ অভিযানটি আজ শহরের কান্দিরপাড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কে পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের টিআই-১ এর পুলিশ ইন্সপেক্টর মোঃ কামাল উদ্দিন ও আহমদ নুর।
গত ৬ নভেম্বর থেকে এ অভিযান চলছে এবং এটা চলতে থাকবে বলে জানিয়েছে পুলিশ।
তারা জানান, ‘মোটর চালিত রিকশার অনুমতি নেই। এর ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাটারি চালিত হওয়ায় স্বাভাবিকভাবে এর গতি বেড়ে যায়। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে মানুষের জানমালের ক্ষতি সাধিত হয়। দুর্ঘটনায় অনেকের অঙ্গহানিসহ পঙ্গুত্ব বরণ করতে হয়। জন জীবনের জন্য ব্যাটারি চালিত রিকশা মারাত্মক হুমকি। তাছাড়া বিদ্যুতের লোডশেডিং কমাতে এটি ভুমিকা রাখবে।’
দুর্ঘটনা এড়াতে এবং যানজট কমাতে অবৈধভাবে লাগানো এসব ব্যাটারি ও মোটর খুলে নেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে সারা শহরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রায় শতাধিক মোটর খুলে ট্রাকে তুলে নেয়া হয়।
এখন এগুলো কি করা হবে? এমন প্রশ্নে পুলিশ জানায় ‘এগুলো ধ্বংস করা হবে।’
জাহাঙ্গীর আলম ইমরুল : আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ৮ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ