রাজনীতি

‘কেউ কি আজান দিয়ে বলতে পারবেন আমি নিরপেক্ষ?’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘কেউ কি আজান দিয়ে বলতে পারবেন আমি নিরপেক্ষ? দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে কোথাও নিরপেক্ষ লোক থাকবে না।’

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘ইউরোপের দেশগুলোতে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয়। এখানেও সেটা করা হয়েছে। এর আগে যেটা চলছিল, সেটা ব্যতিক্রম। এ ছাড়া দলীয় প্রার্থীকে ভোট দিলেই যে দল করতে হবে বা তিনি দলীয় হয়ে যাবেন এমন তো নয়। স্বতন্ত্রভাবেও যে কেউ প্রার্থী হতে পারবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে কোথাও নিরপেক্ষ লোক থাকবে না।’

স্থানীয় সরকার নির্বাচনের প্রাক্কালে ব্যাপক ধরপাকড় হচ্ছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেপ্তার সুষ্ঠু নির্বাচনের অন্তরায় নয়। সুষ্ঠু নির্বাচন করতেই আইন মেনে ক্রিমিনালদের ধরপাকড় চলছে।’

এর আগে বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এলজিআরডি মন্ত্রণালয় হলো নেশন বিল্ডিং মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অধীনে ইঞ্জিনিয়রিং, স্যানিটেশন, পল্লী উন্নয়ন, ওয়াটার সাপ্লাই, সমবায় ইত্যাদি কাজ হয়ে থাকে।’

তিনি বলেন, ‘আমরা ভূগর্ভস্থ পানির সবচেয়ে বেশি ব্যবহার করি। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর ১০ মিটার (৩০ ফুট) নিচে নেমে গেছে। এভাবে চলতে থাকলে দেশ একদিন মরুভূমি হয়ে যাবে। তাই যত কম ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যায় দেশের জন্য তত মঙ্গল।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাপিটাল ড্রেজিংয়ে ব্যাপক জোর দিচ্ছেন। এতে করে পানির ধারণক্ষমতা বাড়বে। ফসল উৎপাদন বাড়বে। আমাদের লক্ষ্য অতিরিক্ত উপরি স্তরের পানি ব্যবহার করা। এ লক্ষ্যে খাল, পুকুর পুনঃখনন করা হবে, যাতে সুপেয় পানি ব্যবহার করা হয়।’

মন্ত্রী জানান, গ্রামের প্রধান সড়কগুলোকে আগামী তিন বছরের মধ্যে পাকা করা হবে। বর্তমানে গ্রামীণ সড়ক আছে তিন লাখ ১০ হাজার কিলোমিটার, এর মধ্যে দেড় লাখ কিলোমিটার রাস্তায় ইতোমধ্যে পিচ ঢালাই করা হয়েছে। বাকি দেড় লাখ আগামী তিন বছরে পাকা করা হবে।

তিনি জানান, দেশে ১ লাখ ৮৭ হাজার সমবায় সমিতি রয়েছে। মিল্ক ভিটার কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলেও জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আলাদা ৬ হাজার কোটি টাকার প্রজেক্ট দেয়া হয়েছে, যাতে এমপিরা স্থানীয় সরকার প্রতিনিধির ওপর খবরদারি করতে না পারে। এর ফলে আমি এমপিদের তোপের মুখেও পড়েছি। এমপিদেরও ৫ কোটি টাকা করে দেয়া হয়েছে, যাতে তারা পছন্দসই প্রকল্প নিতে পারে।’

সিটি করপোরেশনের বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। তবে তিনি বলেন, করপোরেশনের নিজস্ব আয় বাড়াতে হবে।

সুষ্ঠু নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্ন আপনাদের মাথায় এলো কী করে? সুষ্ঠু নির্বাচন হবেই।’ (বাংলামেইল)

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক: ।। আপডেট ০৩:৩০ পিএম ০৮ নভেম্বব, ২০১৫ রোববার

ডিএইচ

Share