বিভাগীয় কাজে উৎসাহ প্রদানের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে পুরস্কার পেলেন কচুয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন তারঁ হাতে এ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, উক্ত কর্মকর্তা ৩৫তম বিসিএস (কৃষি) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে কচুয়া উপজেলায় যোগদান করেন। কর্মস্থলে যোগদান করার পর থেকেই কচুয়া উপজেলার কৃষি উন্নয়নে সদা তৎপর এই কর্মকর্তা কৃষি সম্প্রসারণ সেবা সহজীকরণের জন্য নানামুখী ইনোভেশন নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এই অর্জন কচুয়ার কৃষিজীবী মানুষের এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সম্মিলিত প্রয়াস হিসেবে ওনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur