Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে এ অর্থবছরে কৃষি খাতে ১ হাজার ২শ ৫০ জন কৃষককে প্রণোদনা
কৃষি পুনবার্সনে

হাজীগঞ্জে এ অর্থবছরে কৃষি খাতে ১ হাজার ২শ ৫০ জন কৃষককে প্রণোদনা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুর এর প্রদত্ত তথ্য মতে, শুধুমাত্র হাজীগঞ্জে সরকারিভাবে ২০২২-২৩ অর্থবছরে কৃষি পুনবার্সনে সহায়তার আওতায় প্রণোদনা হিসেবে ১ হাজার ২শ ৫০ জন কৃষককে গম,ভূট্টা,  সরিষা,সূর্যমুখি,চিনাবাদাম,সয়াবিন,পেঁয়াজ-রসুন,মুগ,মশুর ও খেসারী উৎপাদনে ৮ লাখ ৫২ হাজার টাকার বীজ ক্রয় সহায়তা দিয়েছে।

বোরো ধানের হাইব্রিড জাতের বীজ কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণের জন্যে এ অর্থবছরে ২ হাজার ৮শ কৃষককে ১৪ লাখ ৭০ হাজার টাকা প্রণোদনা বরাদ্দ দেয়া হয়েছে ।

চলতি বোরো মৌসুমে বোরোর উচ্চফলনশীল জাতের বীজ ও সার ক্রয়ে ১ হাজার ৭শ কৃষককে ১০ লাখ ৩২ হাজার টাকা প্রণোদনা দিয়েছে সরকার।

পাটের আবাদ বৃদ্ধিতে ২শ ৮০ জন কৃষককে ৫৬ হাজার ৭ শ টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে।

এ সব প্রণোদনা উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রণীত কমিটির মাধ্যমে তালিকাভূক্ত র্কষকদেও প্রদান করা হয়েচে বলে জানা গেছে ।

আবদুল গনি,
১ মার্চ ২০২৩