Home / চাঁদপুর / চাঁদপুরের ৯৩ কোটি টাকা কৃষি ঋণ বরাদ্দ
taka
প্রতীকী ছবি

চাঁদপুরের ৯৩ কোটি টাকা কৃষি ঋণ বরাদ্দ

বাংলাদেশ কৃষি ব্যাংকে চলতি ২০১৬ -২০১৭ অর্থবছরে চাঁদপুরে ৯৩ কোটি ১৬ লাখ টাকা কৃষি ঋণ বরাদ্দ দেয়া হয়েছে।

আসন্ন শীতকালীন রবি মৌসুমে আলু,গম, সরিষা,সোয়াবিন,শীতকালীন শাক-সকজি, ইরি-বোরো ও দারিদ্রবিমোচন খাতে ওই অর্থ কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

প্রথমত ফসল করার জমি আছে এমন চাষিকেই ব্যাংক ঋণ দিয়ে থাকে।

চাঁদপুর কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান, ‘চলতি বছর কৃষি উৎপাদন খাতে ৭৯ কোটি ১০ লাখ, দারিদ্রবিমোচন খাতে ১ কোটি ৫৫ লাখ,মৎস্য চাষে ৬ কোটি ,গবাদি পশু ও হাঁস-মুরগি প্রতিপালন,গরু মোটাতাজাকরণ ইত্যাদি খাতে ৯ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত অনুমোদন পাওয়া গেছে।’

তিনি আরো জানান, চলতি বছর মসলা ও দুগ্ধ খামারিরা সহজ শর্তে ঋণ নিয়ে স¦াবলম্বী হতে পারে।

প্রসঙ্গত, চাঁদপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১১৯ কোটি টাকা রেমিট্যান্স অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে ।

চাঁদপুরের ৯৩ কোটি টাকা কৃষি ঋণ বরাদ্দ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply