Home / চাঁদপুর / চাঁদপুরে চলতিবছর কৃষিঋণ বরাদ্দ ৬১৭ কোটি ৭৮ লাখ টাকা
tk (1)==

চাঁদপুরে চলতিবছর কৃষিঋণ বরাদ্দ ৬১৭ কোটি ৭৮ লাখ টাকা

চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২৫-’২৬ অর্থবছররে ৬১৭ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বরাদ্দ এসেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে সম্প্রতি এ তথ্য জানা গেছে ।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিতরণ ১০৫ কোটি ৪২ লাখ টাকা। জেলার ২৪টি বেসরকারি ব্যাংকের বিতরণ ৯ কোটি ৩৩ লাখ টাকা ।

ওই সব ব্যাংকে ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলোর মাসিক এক প্রতিবেদন সূত্রে ১৮ ডিসেম্বর জেলার অভিভাবক ব্যাংক নামে খ্যাত সোনালী ব্যাংক, প্রিন্সিপ্যাল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ ৫ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। অগ্রণী ব্যাংকরে ২১টি শাখার মাধ্যমে ৪ কোটি ২৩ লাখ টাকা, জনতা ব্যাংকরে ১৫টি শাখার মাধ্যমে ৩ কোটি ৫৩ লাখ ১৫ হাজার টাকা,বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ৬৫ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার টাকা। কর্মসংস্থান ব্যাংকরে ৪টি শাখার মাধ্যমে ৯ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ১ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা এবং বেসিক ব্যাংক ৪ লাখ টাকা বিতরণ করে।

বেসরকারি ২৪ টি ব্যাংক বিতরণ করে ২৯ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২৪-’২৫ র্অথবছরে মার্চ পর্যন্ত পূর্বের বকেয়াসহ আদায় করেছে ২৪ কোটি ২৫ লাখ টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে। এ ছাড়া ৯ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার বকেয়া হিসেবে জেলার কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে এ পর্যন্ত বিতরণ করেছে ।

অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে। ’

আবদুল গনি
২৮ ডি সে ম্ব র ২০২৫
এ জি

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.