চাঁদপুরের ৮ উপজেলায় ৪ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৬-২০১৭ অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ কোটি ৯ লাখ ৬ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে । যার হার বরাদ্দের ১৬ ভাগ ।
সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে ৩০ সেপ্টম্বর পর্যন্ত ৯৫ লাখ টাকা,অগ্রণী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে ৩ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা, জনতা ব্যাংকের ১৫ টি শাখার মাধ্যমে ৭ কোটি ২৮ লাখ ২৯ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮ টি শাখার মাধ্যমে ১১ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংকের ৪ টি শাখার মাধ্যমে ১ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ১৯ লাখ ৪০ হাজার টাকা ও বেসিক ব্যাংক ৪০ লাখ টাকা বিতরণ করেছে ।
এদিকে ওই সব ব্যাংকের শাখাগুলো ২০১৬-২০১৭ অর্থবছরের ৩০ সেপ্টম্বর পর্যন্ত বকেয়াসহ ২৩ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে াাদায় করেছে।
এছাড়া ৩২৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার টাকা বকেয়া হিসেবে জেলার কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে।
ওই সব টাকা আদায়ে ব্যাংকের চলমান প্রক্রিয়া বিদ্যমান রয়েছে বলে জনতা ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ৬:৩০ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur