কৃষি ও গবাদি

দারিদ্রবিমোচন খাতে চাঁদপুরে ব্যাংকগুলোর ১১৬ কোটি টাকা ঋণ বিতরণ

চাঁদপুরে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো ১১৬ কোটি ৮৮ লাখ ২৯ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন খাতে বিতরণ করেছে।

চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৯-২০ অর্থ বছররে জানুয়ারি পর্যন্ত ১১৬ কোটি ৮৮ লাখ ২৯ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে ।

যার বিতরণের হার বরাদ্দের ৩৯ % ও ২৮ % । ওই সব ব্যাংকে ২০১৯-২০ র্অথবছরে বরাদ্দ ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা ।

এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০১৯-২০ র্অথবছরে জানুয়ারি পর্যন্ত বকেয়াসহ আদায় করেছে ১২১ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।

অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

প্রতিবেদক : আবদুল গনি , ১৬ মার্চ ২০২০

Share