চাঁদপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুরে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জে এম সেনগুপ্ত রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন আবার আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান অনেক দূরে আছেন। এই অবস্থায় ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন। আসুন আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে চাঁদপুর সদর আসন সহ সবগুলো আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আর আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে তুলে দেয়ার অঙ্গীকার করি।

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হানিফ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মজিদ মৃধা, হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল মাস্টার, পৌর কৃষকদলের সভাপতি আমিন মোল্লা, হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল খান, মতলব দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, ফারুক আহমেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, হাইমচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির লিটন, সফিকুর রহমান পাটোয়ারী, আনোয়ার হোসেন।

সভাশেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১১ ডিসেম্বর ২০২৫