২০২০-২০২১ অর্থ বছরের চলতি রবি মৌসুমের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৯ ডিসেম্বর বুধবার বোরো ধানের হাইব্রীড ধানের বীজ ২ হাজার ৫শ’ কৃষকের মাঝে ২ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম। এসময় তিনি বলেন, কৃষকদের পাশে বর্তমান সরকার সর্বদা রয়েছে। সার বীজ এবং ধানকাটার আধুনিক যন্ত্র নিয়ে সরকার পাশে দাঁড়ানোর ফলে করোনকালিন সময়েও ধানের বাম্পার ফলন হয়েছে। এছাড়া সরকার প্রতিনিয়ত কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য নিরলস কাজ করে চলছে।
উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টোর পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ,মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
প্রতিবেদক:শিমুল হাছান,১০ ডিসেম্বর ২০২০