বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারাদেশের মানুষের ন্যায় চিন্তার ভাজ যখন চাঁদপুরের অসহায় খেটে খাওয়া মানুষদের কপালে।ঠিক সেই সময়ে কৃষকের পাশে দাড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ।
চাঁদপুর সদরের মাঝি বাড়ির পাশে অসহায় কৃষকের প্রায় ৪২ শতাংশ জমির ধান কেটে দেয় কলেজ ছাত্রলীগে বেশ কয়েক জন নেতা কর্মী।এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক শাহজালাল রাজু।
ধান কাটা সম্পর্কে সহ সভাপতি ইসমাইল হোসেন বলেন ‘জাতির পথ প্রদর্শক জাতির পিতার আদর্শেই তাদের এই কর্মসূচি। দেশের এই কঠিন পরিস্থিতিতে অসহায় কৃষকের পাশে দাড়ানো ছাত্রলীগের নৈতিক দায়িত্ব’

তিনি উপজেলাবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার জন্য আহবান জানান।
সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিত্তবানদেরকে দুস্থ্য-অসহায় কৃষকের পাশে দাঁড়ানোরও আহবান জানান।
যুগ্ন সাধারণ সম্পাদক শাহজালাল রাজু বলেন ‘কৃষক বাঁচলে-বাঁচবে দেশ,তাই কৃষকের পাশে দাড়িয়ে তার জমি সম্পুর্ন ধান কেটে দিয়েছি।’
বার্তা কক্ষ,৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur