প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষ থেকে চাঁদপুর পৌর ছাত্র লীগের সহ-সভাপতি সুমন মজুমদার এর নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল চাঁদপুর পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
১৩ মে বুধবার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেসাই গ্রামের কৃষক শ্রীরুপ দাসের এক একর জমির দুটি ক্ষেতের ধান রোজা রেখে কেটে বাড়ি পৌছে দেয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ নেতা রাজিব দেওয়ান, সাগর মজুমদার, আল-আমিন মজুমদার, রকসি, মাসুম মিয়া, হালিম খান, রাজু, বাপ্পি, হাকিম খান, জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার জানায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আমরা চাঁদপুর পৌর ছাত্রলীগ কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি।
কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য এই ক্লান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাসের মধ্যে আমরা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যখন যেই নির্দেশনা দেওয়া হবে। আমরা সেই মোতাবেক সুজিত রায় নন্দির পক্ষ থেকে পৌর ছাত্রলীগ কাজ করে যাব। সাধারণ কৃষকের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,১৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur