চাঁদপুরের শাহরাস্তিতে আমন ধান উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে ১৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মৌসুমে আমন উৎপাদনে বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১০ জুলাই শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের মাঝে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ২৬৪, চাঁদপুর ৫ সংসদীয় এলাকার সংসদ সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম,এম পি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, প্রোগ্রামার অফিসার মোঃ শাহজাহান, সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র, উপজেলা বিভিন্ন ইউনিয়নের সহকারী কৃষি অফিসার ও উপকারভোগী কৃষকবিন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় প্রতিজন কৃষক/ কৃষাণী হাইব্রিড এর ক্ষেত্রে পাবেন ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন এবং উফশীর ক্ষেত্রে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন, ১০ জুলাই ২০২১