কৃষকদের ৮১ কোটি টাকা কৃষি প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত

২০১৯-২০ অর্থ বছরে কৃষকদের প্রণোদনা দেয়ার কার্যক্রমের আওতায় ৬৪ জেলায় ৮০ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৮ শ বরাদ্দ দিয়েছে সরকার। বুধবার ৩০ অক্টোবর সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘পরিবার প্রতি ১ বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার এবং পরিবহন ব্যয় বাবদ এ নগদ অর্থ প্রদান কারা হবে। এর আওতায় ৬ লাখ ৮৬ হাজার ৭ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনা পাবেন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘ ২০১৯-২০ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৬৪ জেলায় পরিবার প্রতি সর্বোচ্চ ১ বিঘা জমির জন্য প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘

মন্ত্রী আরো জানান, ‘দেশের ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী আসহায় মানুষের মাঝে বছরের ৫ মাস ১০ টাকা দরে যে চাল বিতরণ করা হতো, তা আরো দু মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে এই ১০ টাকা মূল্যের চাল বছরে ৭ মাস বিতরণ করা হবে।’

বার্তা কক্ষ ,৩০ অক্টোবর ২০১৯

Share