Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / কৃষকদের নিয়ে সরকারের একটি রূপরেখা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
কৃষকদের

কৃষকদের নিয়ে সরকারের একটি রূপরেখা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরের ১০টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের ১০০ জন নারী ও পুরুষ দিনব্যাপী কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। তিনি বক্তব্যে বলেন,  কৃষকদের নিয়ে সরকারের একটি রূপরেখা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। নারী ও পুরুষরা এখানে  প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। যেমন আগের নিয়মে ধান চাষ করলে কোন কৃষক তেমন স্বাবলম্বী হবে না, বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে অল্প জমিতে অধিক লাভবান হওয়া যায়।

তিনি বলেন, একজন কৃষককে ধান চাষ কিভাবে করাতে হয় তা শেখানো দরকার নেই। তবে আধুনিক পদ্ধতিতে ধান চাষ কিভাবে করাতে হয় তা কৃষকদের জানাতে হবে। আধুনিকতার ছোঁয়ায় একজন কৃষক অল্প জমিতেও অধিক চাষাবাদ করতে পারবেন। আমাদেরকে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন।

সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ সুমি আক্তারের পরিচালনায় অনুভতি ব্যক্ত করেন, উত্তর রালদিয়া পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থী লায়লা বেগম।

এছাড়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ সুমি আক্তার ভিডিও ডকুমেন্টারীর প্রদর্শন করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন
সদর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম
মুজাহিদুল ইসলাম।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২৯ মে ২০২৫