চাঁদপুর জেলা কৃষি ঋণ কমিটির সভা সোমবার (১৬ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, প্রকৃত কৃষকগণকে সহজে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যে কৃষি বিভাগে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে। বেসরকারি ব্যাংকসমূহ কৃষি খাতে ঋণ বিতরণের পরিমান বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষকদের কৃষি ঋণ দেয়ার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হাই-এর পরিচলনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোরশেদ আলম, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, কর্ম সংস্থান ব্যাকের আঞ্চলিক কার্যলয়ের অঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুর রহিম, জনতা ব্যাংকের এরিয়া অফিসের সহকারি জেনারেল ম্যানেজার লক্ষণ চন্দ্র পাল, জেলা পানি সম্পদ কর্মকর্তা মো. আবদুল হাই, জেলা মৎস কর্মকর্তা মো. শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক মো. মাহফুজুল হক। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।
এ সময় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক[/author]
: আপডেট বাংলাদেশ সময় ৮:৪১ পিএম, ১৬ মে ২০১৬, সোমবার
ডিএইচ