চাঁদপুর

কৃর্তপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন….

প্রায় দশ বারো দিন পূর্বে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় রেলওয়ে কৃর্তপক্ষ রেল লাইন মেরামতের কাজ করেন। কাজটি পুরোপুরি শেষ করা হয়নি।

এ থেকেই রেলক্রসিংয়ের এ স্থানটিতে ইট, বালু, কংক্রিট উঠে গিয়ে তা এভাবেই পড়ে থাকতে দেখা যায়।

রেলক্রসিংয়ের এ স্থানটি মেরামত করে পাকা না করায় বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান রেল লাইন ক্রসিং করতে গিয়ে প্রতিদিনই কোন না কোন যানবাহন দুর্ঘটনার শিকার হয়। গত মঙ্গলবার দিনে তিনটি অটোবাইক উল্টে পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় বিভিন্ন যানবাহনের পাশাপাশি স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। রেলক্রসিংটি এভাবে পড়ে থাকায় যানবাহনের সাথে সাথে অনেক লোকজনও হাটতে গিয়ে পড়ে যান।

এমন বেশ ক’টি দুর্ঘটনা ঘটতে দেখে মঙ্গলবার দিন স্থানীয় এলাকার নয়ন খান নামের এক ব্যাক্তি লোক দিয়ে সেখানের কিছু অংশে মাটি ফেলেন। তবুও সেখান দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন পারাপার হচ্ছে। তাই এমন দুর্ঘনা যাতে না ঘটে সেজন্য খুব দ্রুত গতিতে রাস্তাটি মেরামতের জন্য কৃর্তপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ১০ এএম, ০২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share