কৃতি শিক্ষার্থীদের জন্যে চাঁদপুরে বাড়িওয়ালার বিরল দৃষ্টান্ত

চাঁদপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত দেখালেন বাড়িওয়ালা শেখ আব্দুর রশীদ। চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার এলাকার নিবাসী শিক্ষানুরাগী শেখ আব্দুর রশীদ নিজ বাড়ির ভাড়াটিয়া কৃতি ১০ শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনের উৎসাহ যোগাতে সংবর্ধনার আয়োজন করেন।

‘শিক্ষাই আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি’ এই স্লোগানে ২৯ মে রোববার বিকেলে শহরের বিপনীবাগ এলাকার রশিদ সাহেবের বাড়ির আঙ্গিনায় কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত।

শেখ আব্দুল রশীদের সভাপতিত্বে ও চাঁদপুর সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রোটাঃ গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারন সম্পাদক সোহেল রুশদী, শেখ আব্দুর রশিদের সহধর্মণী মোসামৎ খোদেজা বেগম, আকিজ গ্রুপের ক্লেমন স্পোর্টসের উপদেষ্টা শেখ মঞ্জুরুল কাদের সোহেল।

অনুষ্ঠানে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট এবং মূল্যবান বই উপহার পাওয়া ১০ জন শিক্ষার্থীরা হলেন, লামিয়া বিনতে হক, মো. ফাহিম খান, ইফফাত আরা জাহান (অহনা), ফাতিমা জোহরা তন্বী, আয়শা তামান্না, দিবা মাহজাবিন, আয়েশা আক্তার মিশু, মো. শাকিল খান, মো. শাকিব খান, খায়রুন মেহজাবীন অর্পা।

কৃতী শিক্ষার্থী লামিয়া বিনতে হক চাঁদপুর টাইমসকে জানায়, ‘আমরা আমাদের বাড়ির মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানাছি। কারণ এই শহেরর অনেক বাড়ির মালিক রয়েছেন। কিন্তু রশীদ শেখ অনেক ব্যতিক্রম। তিনি আমাদের কে উৎসাহ দিতে যেই আয়োজন করেছে এজন্য ওনাকে ধন্যবাদ জানাই।’

ফাতিমা যোহরা তন্নি জানায়, আমাদের ছোট ভাই বোন এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পেরে তাদের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছে। এতে করে তারাও পরিক্ষায় ভালো ফলাফল করার প্রতিজ্ঞা করেছে।’

অনুষ্ঠানে বক্তব্যে শেখ আব্দুর রশীদ জানায়, ‘জ্ঞান বিবেক বিবেচনা মানুষের জন্য অনেক বড় বিষয়। বিবেক ও জ্ঞান নিয়ে সকলকে চলতে হবে। এই ক্যাম্পাসে থাকবে বাড়ির মালিকদের সন্তানদের মধ্যে লেখাপড়ার প্রতিযোগিতা। যাদের মেধা আছে পড়ালেখা করতে চায়, তাকে আমি আমার ব্যক্তিগতভাবে সকল ধরনের সগযোগিতা করতে চাই। এমন একটি আয়োজন করতে পেরে আমার খুব ভালো লাগলো।’

About The Author

আশিক বিন রহিম
Share