মায়ের কোলের ছোট্ট মেয়েটি আজকের কোন বলিউড নায়িকা!
বহু বলিউড তারকাদেরই ছোটবেলার ছবি আমাদের অবাক করে। মুখের আদলে কাউকে হয়তো চেনা যায়, আবার কারও ছোটবেলার ছবি দেখে যেন বিশ্বাসই হতে চায় না। ছবিটি দেখে কি চেনা যাচ্ছে, এই মেয়েটিই বর্তমান প্রজন্মের হার্টথ্রব নায়িকা? দেখুন তো চিনতে পারছেন কিনা, মায়ের কোলে থাকা মেয়েটি আজকের কোন নায়িকা হতে পারে!
মায়ের কোলে ছোট্ট মেয়েটি আর কেউ নয়, ‘দিলওয়ালে’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করা নায়িকা কৃতি শ্যানন। বলে না দিলে বোঝার কোন উপায় নেই যায় যে মায়ের কোলের এই মিষ্টি মেয়েটি আসলে আজকের নায়িকা কৃতি শ্যানন।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়ের কোলের পুরনো এই ছবিটি তিনি আপলোড করেছেন। সঙ্গে লিখেছেন, ‘মা কী সুন্দর, তাই না?’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪৮ পি,এম ২৭ আগস্ট ২০১৬,শনিবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur