হাইমচর

হাইমচরে শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থী আহত

চাঁদপুর হাইমচরে চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শ্রেনি শিক্ষক ও কম্পিউটার বিষয় শিক্ষক মোঃ হারুনুর রশিদ সজিব নামে এক শিক্ষার্থীকে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেত্রাঘাত করে আহত অভিযোগ উঠেছে।

আহত সজিব ঐ শিক্ষকের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।

আহত শিক্ষার্থী হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর পাড়া বগুলা গ্রামের মোঃ বুলবুল আহমেদ মালের পুত্র।

শিক্ষার্থীর পিতা মোঃ বুলবুল আহমেদ বলেন,‘আমার ছেলে হাফ টাইমে স্কুল ত্যাগ করলে বিদ্যালয়ের শ্রেনি শিক্ষক আমার ছেলেকে বেদম বেত্রাঘাত করে আহত করেন।’

অভিযুক্ত শিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘স্কুল ফাকি দেওয়ার কারনে অন্যান্য ছাত্রদের ন্যায় মারলে সেও আহত হয়। তার বাবাকে স্কুল ফাকি দেওয়ার কথা বললে তিনি বলেন শাষন করার জন্য।তাকে মারছি সেটা অস্বীকার করার নয়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান বলেন, ‘শিক্ষকরা অন্যায় দেখলে প্রহর করতেই পারে এতে কিছুই যায় আসে না। আপনারা লেখেন লেখলেই কিছু যায় আসে না। লেখে কি করতে পারবেন। আমি উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নিব। অভিযুক্ত শিক্ষককে তিন দিনের মধ্যে কারন দর্শানের জন্য বলা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।’

প্রতিবেদক:মোঃ ইসমাইল
২৭ সেপেটম্বর,২০১৮

Share