কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ব্যবসায়ীর গোডাউন ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় চার বাংলাদেশি দগ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে সাভা হাসপাতাল ও ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতার হলেন, আনছান আলী,মিরসরাইয়ের সুজাউল হক, জসিম উদ্দিন,ইমাম হোসেন। আহতদের সবার বাড়ি চট্টগ্রামের পতেঙ্গায়।
গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে জেলিব আল সুয়েখ বাঙালি-অধ্যুষিত হাসাবিয়া শাহজালাল বাকালার গোড়াউনে আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভবে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, আগুন মুহূর্তের মধ্যে আশপাশে বাংলাদেশিদের রুমে ছড়িয়ে পড়ে। আগুনে বাংলাদেশি মালিকানাধীন ওই প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার দিনার পরিমাণের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। (যুগান্তর)
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur