Home / উপজেলা সংবাদ / কচুয়া / কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে চান্স পেলেন কচুয়ার সাজিয়া আফরিন

কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে চান্স পেলেন কচুয়ার সাজিয়া আফরিন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী সাজিয়া আফরিন এবছর কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন। তার এ সাফল্যে খুশি পরিবার তথা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সাজিয়া আফরিন দোয়াটি গ্রামের অধিবাসী ও ওই কলেজের প্রভাষক মোহাম্মদ বিল্লাল হোসেন ও রাশিদা আক্তারের মেয়ে। সাজিয়া আফরিন বিজ্ঞান বিভাগে ২০২৪ সালে এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এর আগে সে ২০২২ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

এব্যাপারে পালাখাল রোস্তম আলী ডিগ্রি (কলেজের) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, সাজিয়া আফরিনের সাফল্যে আমরা আনন্দিত। তার এ সাফল্যের পেছনে কলেজের বর্তমান গভর্নিংবডির সভপতি, মান্যবর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে। এদিকে সাজিয়া আফরিন ভবিষ্যতে গর্বিত ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে সকলের দোয়া প্রার্থী। তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কলেজ গভর্নিং বডিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জানুয়ারি ২০২৫