প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহাকারি অধ্যাপক নিত্যানন্দ বর (৬৬) পরলোকগমন করেছেন।
রোববার ৩১ মে বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার দুপুরে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ কলেজের সাবেক সহাকারি অধ্যাপক নিত্যানন্দ বরের মৃত্যুর বিষয়টিে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
জানা যায়, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নিত্যানন্দ বরের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর পর তার লাশ ঢাকাতেই সৎকার করা হয়। এছাড়া তার স্ত্রী ও দুই ছেলের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যানন্দ বরের মৃত্যুতে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক:শিমুল হাছান,১ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur