ছোট্ট একটি শিশু যে এখনো তার মা ছাড়া আগুন, পানি কিছুই ছিনে না। সে কিনা কোরআন শরীফ বন্ধ দেখলে কান্না শুরু করে, আবার খুলে দিলে মন খুলে হাসতে থাকে।
অনুরুপভাবে তার সামনে কোরআন শরীফ ছাড়া অন্য একটি বই দেওয়া হয়েছে, আবার সে একইভাবে কান্না শরু করে, কোরআন শরীফের ন্যয় বইটিও তার সামনে খুলে দেওয়া হয়েছে এতেও তার কান্না থামেনি।
পুনরায় তার সামনে কুরআন শরীফকে খুলে দেওয়া হলে খুশিতে হাসতে থাকে। আল্লাহর অসিম রহমতে অবুঝ শিশু বাচ্চাটি কুরআন চিনতে পেরেছে, কিন্তু আমরা প্রাপ্ত বয়স্ক মুসলিমরা আজ কোরআন থেকে অনেক দুরে।
ভিডওটি দেখুন—
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur