মিশরের রাজধানী কায়রোতে বিশ্বের প্রায় ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ২৪তম আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ্যে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করে বিশ্বসভায় আবারো বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত করেছে একাধিকবারের বিশ্বজয়ী ক্ষুদে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন।
হাফেয মামুন হিফজ সম্পন্ন করে বাংলাভিশনের পবিত্র কুরআনের আলো অনুষ্ঠানের ২০১৪ ভার্সনে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। সেই থেকে আর তাকে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে সে সৌদিআরব, কুয়েত, দুবাইসহ বহু দেশে বিশ্বহিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জনসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
মামুন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে এবং রাজধানী যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
প্রসঙ্গত, ২০১৬ সালে দুবাইয়ে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় প্রথম স্থান অর্জন করে সে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur