কুরআন প্রতিযোগিতায় জেলায় প্রথম হাজীগঞ্জের হাফেজ সাজ্জাদ

চাঁদপুর জেলার সেরা ২৫০ জন হাফেজের মধ্যে (২০পারা আওতাধীন) কুরআন প্রতিযোগীতায় প্রথম হয়েছে হাজিগঞ্জ উপজেলার হাফেজ সাজ্জাদ হোসেন। ২০ ফেব্রুয়ারি রোববার দিনভর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এলাকায় জেলার প্রায় তিন হাজার কুরআনে হাফেজকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তিন হাজার হাফেজের মধ্যে পারাবিত্তিক ২৫০ জন করে অংশগ্রহণকারী যাচাই করা হয়। এরমধ্যে ২০পাড়ায় ২৫০ জনের মধ্যে চাঁদপুর জেলায় সাজ্জাদ হোসেন প্রথম হয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্য ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের সোহরাব হোসেন জিশানের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের নাতি।

সাজ্জাদ চাঁদপুর কুড়ালিয়া মারকাজুল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। নাতির এ অর্জনে বীর মুক্তিযোদ্ধা হাজী আবু তাহের বলেন, নাতীকে কুরআনে হাফেজ হিসাবে প্রতিষ্ঠিত করার প্রবল ইচ্ছা ছিল। আল্লাহ আমার বাবার ইচ্ছে পূরুন করুক, আমিন। তার বাবা সোহরাব তাকে ভালো আলেম হিসাবে দেখতে চায়। সবাই তার জন্য দোয়া করবেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Share