কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেশটির জিলিব আল সুয়েখ আব্বাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— ঢাকা কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজবাড়ী অগ্রখোলা গ্রামের মোহাম্মদ ইমরান, অপরজন হলেন আসাদুল।
নিহতের আত্মীয় সাইদুল জানান, ইমরান ও আসাদুল ডিউটি শেষে রুমে ঘুমিয়ে ছিল। দুজনেই সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। ধারণা করা হচ্ছে, বিদ্যুতে শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যায় তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
বর্তমানে তাদের মরদেহ দেশটির ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
টাইমস ডেস্ক/ ৯ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur