রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।এতে করে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের ঢাকা- খুলনা জাতীয় মহাসড়কে গিয়ে এমন চিত্র চোখে পড়ে।
অটোচালক রহিম সেখ বলেন, প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে যাত্রী একেবারেই নেই। ভোরে এসে মাত্র ৩০ টাকার ভাড়া পেয়েছি।
মহাসড়কে যানবাহনের টাকা আদায়কারী আসলাম সরদার বলেন, আমার জীবনে এই প্রথম এতো কুয়াশা দেখছি, এতো বেশী কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার কোনো গাড়িই নেই।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন যুগান্তরকে বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে গত কয়েকদিন যাবত কুয়াশার পরিমাণ বেড়েছে।গত বুধবার কুয়াশার কারণে ৪ ঘণ্টা ফেরী চলাচল বন্ধ ছিল। আজকে ভোর ৫টা থেকে কুয়াশার পরিমাণ কম থাকলে ১ ঘণ্টা পর কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশা বেড়ে যাওয়াতে মহাসড়কে ছোট বড় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
বার্তা কক্ষ, ১৫ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur