Home / সারাদেশ / কুমেক হাসপাতালে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার দিলেন অর্থমন্ত্রী
মেডিকেল কলেজ হাসপাতাল

কুমেক হাসপাতালে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার দিলেন অর্থমন্ত্রী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামালের উদ্যোগে ৫ টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এছাড়াও জরুরী অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ত্রিশটি অক্সিজেন সিলিন্ডার এবং ভেন্টিলেটর, মনিটর প্রদান করা হয়।

২১ জুন রোববার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: মোঃ ফরিদুল ইসলামের কাছে অর্থমন্ত্রীর প্রতিনিধি দল এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন ।

এ সময় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা: মোঃ ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপির উদ্যোগে উক্ত সহায়তা প্রদান করা হয় ।

তিনি বলেন, করোনার এ দুযোর্গ মুহূর্তে আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটর প্রদান করার বিষয়টি অত্যন্ত মানবিক। এতে কুমিল্লাবাসি আরো উপকৃত হলো।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২১, জুন ২০২০