ফেসবুকে ‘কুমিল্লা বিভাগ’ হওয়ার গুজব

সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষণা করেনি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে একাধিক পোস্ট, সে সব পোস্টে দেখা গেছে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার কথা। সেই পোস্ট এখন ভাইরাল।

চাঁদপুরসহ ৬টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ অনুমোদন দিয়েছে সরকার-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব প্রচারের পর কয়েক ঘন্টায় তা ভাইরাল হয়ে গেছে। কুমিল্লা বিভাগ ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুক জুড়ে হাজার হাজার পোস্ট, শেয়ার, লাখো-কোটি লাইক, কমেন্ট হয়েছে তাতে। অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায় ফেইসবুক জুড়ে।

অথচ পুরো বিষয়টি ছিল গুজব। নির্ভরযোগ্য ও প্রথম সারির কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত নিউজ প্রকাশ না হলেও ফেইসবুকের তথ্যেই তা ভাইরাল হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটি হল, ‘#অভিনন্দন। কুমিল্লাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা (মোট ৬টি) নিয়ে এই নতুন বিভাগ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মোট ১২,৮৪৮.৫৩ কিমি (৪,৯৬০.৮৫ মাইল) অনুযায়ী ১,৬৭,০৮,০০০ জনসংখ্যা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা বিভাগ।’

মূলত সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা হয়। আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। তবে সভা থেকে কুমিল্লা বিভাগ সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি।

এদিন, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয়। সেই ৮টির মধ্যে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার কোনো এজেন্ডা ছিল না।

তিনি আরও জানান, উপজেলা হতে হলে যেসব শর্ত রয়েছে তার সবগুলো পুরোপুরি পূরণ করে না এ থানা তিনটি। কিন্তু তিনটিই দুর্গম এলাকা। এজন্য নিকার এগুলোকে উপজেলা করতে সম্মত হয়েছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুল-ফিল না করলে যাতে প্রস্তাব আনা না হয়।’

সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ দিয়ে এবং কিছু নতুন এলাকা সংযুক্ত করা হয়েছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি করপোরেশন এলাকার মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ২৬ জুলাই ২০২১

Share