কুমিল্লা হানাদারমুক্ত দিবস আজ
আজ ৮ ডিসেম্বর কুমিল্লা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও নির্যাতনের অবসান ঘটিয়ে পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয় কুমিল্লা। মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও সাধারণ মানুষের জয়ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো অঞ্চল।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুরে আলম ভূইয়ার তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর রাতেই মিত্রবাহিনীর ৬১ ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহেন্দ্রপাল সিং এর নেতৃত্বে বাংলাদেশের মেজর আইন উদ্দিন, ক্যাপ্টেন আশরাফ, লে. হারুন ও মুক্তিযোদ্ধা রেজাউর রহমান বুলবুল, মো. শাহ আলম ও সফিউল আহমেদ বাবুলরা কুমিল্লা বিমানবন্দরের পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ চালান।
রাতভর যৌথ বাহিনীর তীব্র লড়াইয়ের মুখে পাক সেনাদের প্রধান ঘাঁটির পতন ঘটে। বহু পাক সেনা নিহত হয়, আর নির্যাতিত মানুষজন এসে সেই লাশের প্রতি ঘৃণা প্রকাশ করেন। কয়েকজন পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে, অপর অংশ বিমানবন্দর এলাকা ছেড়ে বরুড়া ও সেনানিবাসের দিকে পালিয়ে যায়। অবশেষে ৮ ডিসেম্বর কুমিল্লা পুরোপুরি শত্রুমুক্ত ঘোষণা করা হয়।
ভোরে মুক্তিযোদ্ধারা চকবাজার, টমছমব্রিজ ও গোমতীর ভাটপাড়া হয়ে বিজয়োল্লাসে শহরে প্রবেশ করেন। রাস্তাজুড়ে মানুষের ঢল নামে। শহরের মানুষ ফুলের পাপড়ি ছিটিয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন।
সেদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও হাজারো মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
তৎকালীন পশ্চিম–পূর্বাঞ্চল প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা এবং কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলী জাতীয় পতাকা উত্তোলন করেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৮ ডিসেম্বর ২০২৫