কুমিল্লা দুশতাধিক সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ
নারীদের আত্নকর্মসংস্থান ও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে দুই শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ করা হয়েছে।
জেলার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শনিবার বিকেলে সামাজিক সংগঠন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে এসব বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তৈয়ব এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়ালী যুক্ত ছিলেন।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট বদিউল আলম সুজন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ মাঞ্জুরুর রহমান, ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাঈন উদ্দিন সোহাগ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডিরেক্টর আব্দুল খালেক মোল্লা, ফোরামের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন বিপ্লবসহ আরো অনেকে।
এসময় ২শত সেলাই মেশিন ও ৩০টি অটোরিকশা উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৮ ডিসেম্বর ২০২৫