Home / সারাদেশ / কুমিল্লা সীমান্তে ক্যামেরুনের রহস্যময় নাগরিক আটক (ভিডিওসহ)
কুমিল্লা সীমান্তে ক্যামেরুনের রহস্যময় নাগরিক আটক

কুমিল্লা সীমান্তে ক্যামেরুনের রহস্যময় নাগরিক আটক (ভিডিওসহ)

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তর্বতী কুমিল্লার কেরানীগঞ্জ এলাকা থেকে রহস্যময় বিদেশি নাগরিক আটক করেছে বিজিবি। সে ক্যামেরুনের বাসিন্দা। তার আচরণ অনেকটার রহস্যময়।

এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির কুমিল্লার অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, ২১ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার কোম্পানীর অধীনস্ত গোলাবাড়ী সীমান্ত পিলার নং-২০৮২/৩-এস হতে প্রায় ১শ’ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে নাইজেল সিমড মেক (NLEGLE SIMD MAKE 37) নামের ওই বিদেশি নাগরিক আটক করে গোলাবাড়ী পোস্টের দায়িত্বপূর্ণ বিজিবি সদস্যরা।

সে ক্যামেরুনের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।  তার পূর্ণ ঠিকানা- S/O- NLEGLE CMM, VILL- CICLADOUALA CMM PS- LIMBE CMM COUNTRY- CAMAROON. তার কাছ থেকে ১০০ টাকার ৫টি নোট ,৫০০ ইউ এস ডলার ও ভারতীয় ৫০ রুপি পাওয়া গেছে।

পাসপোর্ট বিহীন অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়। তবে বিজ্ঞপ্তিতে তার অবৈধ অনুপ্রবেশের কারণ উল্লেখ করেনি বিজিবি।

আটককৃত বিদেশী নাগরিককে কোতয়ালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Video…

কুমিল্লা করেসপন্ডেন্ট: আপডেট : ০৪:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার

ডিএইচ