কুমিল্লার সীমান্ত এলাকার ‘মাদক স¤্রাট’ মোঃ জলিল, ওরপে ভাগিনা ও ছাগল জলিল (৩৩) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
সোমবার (৬ মার্চ)সকালে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্ল্যাহ, এস আই ত্রিনাথ সাহা ও এসআই অনুপ চক্রবর্তী সর্ঙ্গীয়ফোর্স নিয়ে শহরের বিভিন্ন হোটেলে তল্লাশীকালে হোটেল তাজমহলের ৪১৬ নম্বর কক্ষ থেকে সন্দেহজনক ভাবে তাকে আটক করেন।
তাকে জিজ্ঞাসাবাদে তার নাম জলিল ওরফে ভাগিনা জলিল বলে সে মানুষের কাছে পরিচিত বলে সে জানিয়েছে। জলিল কুমিল্লা জেলা সদর দক্ষিণের বালিয়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্ল্যাহ জানান, ‘বিশ্বস্ত সূত্রে জানা যায় ভাগিনা জলিল কুমিল্লা সদর দক্ষিণের বর্ডার এলাকায় ভারত থেকে মদ, গাঁজা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করে। তার বিরুদ্ধে কুমিলার বিভিন্ন থানায় এবং আদালতে প্রায় ১০/১২টি মাদকের বড় চালানের মামলা রয়েছে। ওইসব মামলায় পলাতক থেকে চাঁদপুরে এসে আশ্রয় নেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৩০ এএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ