কুমিল্লা সিটি মেয়রের দায়িত্ব নিলেন রিফাত

নির্বাচিত হওয়ার ২১ দিন পর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুর ১২টার দিকে নগর ভবনে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে প্রথম সভায় অংশগ্রহণ করেন।

এর আগে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিটি মেয়র আরফানুল হক রিফাত বলেন, নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়ন করব। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ যানজট ও জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করব।

উল্লেখ্য, গত ১৫ জুন তৃতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে জয়লাভ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ করা হয়। গত ৫ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম আলম ইমরুল, ০৭ জুলাই ২০২২

Share