কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯১.২৮ শতাংশ

সারা দেশের সাথে একযুগে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯১.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন।

সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ১৭৬৬ টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন এর মধ্যে পাশ করেছে ১লাখ ৭০ হাজার ৪৮৪ জন।

গতবছরের তুলনায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এইবার পাশের হার কমেছে। বেড়েছে জিপিএ-৫।

কুমিল্লা বোর্ডে ছেলেদের তুলনায় এবার মেয়েরা এগিয়ে।ছেলে পাশ করেছে ৭৩ হাজার ৯৯৩জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭হাজার ৮৭৭জন। মেয়ে পাশ করেছে ৯৬হাজার ৪৯১জন এবং জিপিএ-৫পেয়েছে ১২হাজার ১২১জন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৮ নভেম্বর ২০২২

Share