কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ

সারাদেশের সাথে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার এক হাজার ৭৫৫টি বিদ্যালয়ের ২ লাখ ১৯ হাজার ৭০৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

এদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী ১ লাখ ২৩ হাজার ৮১৫ জন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী এক লখ ১৯ হাজার ৭১২ জন। এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল ভাল হয়েছে। গতবারের পাশের হার ছিল হার ৮৫ দশমিক ২২ শতাংশ।জিপিএ-৫ পেয়েছিলো ১০ হাজার ২৪৫ জন।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ৩০ ডিসেম্বর ২০২১

Share