Home / সারাদেশ / কুমিল্লা যুবলীগ নেতা হত্যার ৩ আসামি গ্রেফতার
যুবলীগ

কুমিল্লা যুবলীগ নেতা হত্যার ৩ আসামি গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যুবলীগনেতা জামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে র্যাবের ১১ এর আভিযানিক দল তাদেরকে ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

আটককৃতরা হলো তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, মো, ইসমাইল এবং শাহ আলম।

এসময় হত্যাকারীদের ব্যবহৃত বোরকাগুলো ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে র্যাব। রোববার দুপুরে র্যাব-১১ এর কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংযে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব ১১ এর এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।

গত ৩০ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেনকে বোরকা পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী গুলিকরে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ সাত-আটজন অজ্ঞাতনামা আসামী করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর ছয় আসামির মধ্যে পাঁচজন ভারত, নেপাল, সৌদি আরব ও বাংলাদেশে পলাতক রয়েছে।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৭ মে ২০২৩