কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করার সময় শিশুকে দুই খণ্ড ও শিশুর মায়ের জরায়ু কেটে ফেলার ঘটনায় সিভিল সার্জন, ডাক্তারসহ সাতজনকে তলব করেছেন হাইকোর্ট।
রোববার (২৫ মার্চ) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। আগামী ৪ এপ্রিল তাদেরকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
‘ডাক্তার দুই খণ্ড করলেন নবজাতককে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন।
নিউজ ডেস্ক :