কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৪ দিনে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র ১৫ জুন সোমবার থেকে ১৬ জুন মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ২৪ ঘন্টায় মারা গেছে ১৩ জন। এর মধ্যে করোনা পজেটিভ রয়েছেন ৩ জন এবং বাকী ১০ জন মারা গেছেন করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে। কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি পরিচালক সাজেদা খাতুন মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা মেডিকেল সূত্রে জানা গেছে, গত ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত এই ৪ দিনে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মোট ৩১ জন। এদের মধ্যে অধিকাংশেরই করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ ছিলো। বর্তমানে এই ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন রোগী।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ২ হাজার ৮ জন।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ১৬ জুন ২০২০