দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে মনোনীত হয়েছে কচুয়ার সাংবাদিক সাইফুল ইসলাম সুমন। মঙ্গলবার সংগঠনের প্রধান উপদেষ্টা ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সদ্য বিদায়ী সভাপতি আবু সুফিয়ান রাসেল ও বিদায়ী সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর স্বাক্ষরিত প্যাডে সাইফুল ইসলাম সুমনকে সভাপতি করে ১১ সদস্য বিষিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম সুমন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসা ও মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যয়নরত রয়েছে। সে মেঘদাইর বাজারের ব্যবসায়ী মো. ছাদেক আলী পাটওয়ারীর ছেলে।
এদিকে সাইফুল ইসলাম সুমন কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক, ভিক্টোরিয়া কলেজের দ্বি-মাসিক সৃজনশীল পত্রিকা ক্যাম্পাস বার্তার নির্বাহী সম্পাদক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের টানে রক্তদানের সভাপতি পদে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এদিকে কচুয়ার সাংবাদিক সাইফুল ইসলাম সুমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে সচেতন মহল।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur