কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি মার্কেটের ১২ টি দোকান। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ব্রাহ্মণপাড়া বাজারের ঢাকা টেইলার্স নামক একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিল্লা থেকে একটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে আগুনে আল-আমিন জুয়েলার্স, অনন্যা জুয়েলার্সসহ ১টি কাপড়ের, ১টি ঢেউটিন, ১টি রড-সিমেন্ট ও ৬টি অন্যান্য দোকান পুড়ে যায়।
এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
কুমিল্লা করেসপন্ডেন্ট
||আপডেট: ০৩:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর