সারাদেশ

কুমিল্লা বোর্ডে ৮৪ ভাগ পাশ : এ প্লাস ৬ হাজার ৯শ’ ৫৪

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাশের হার ৮৪ %। গত বছর পাশের হার ছিলো ৮৪. ২২%।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. কায়সার আহমেদ জানান, প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯শ’ ৫৪ জন। এর মধ্যে ৮২ দশমিক ৯৫ ভাগ ছাত্রী এবং ৮৫ দশমিক ২৩ ভাগ ছাত্র।

গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ১০ হাজার ০১শ’ ৯৫ জন। গেলো বছরের তুলায় এবছর পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে।

এ বছর ১ লাখ ৬০ হাজার ৫ শত ১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৮ শ’ ৩৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬২ হাজার ৭শ’ ৭৭জন এবং ছাত্রী ৭২ হাজার ৫৬জন।

৬ জেলার ১ হাজার ৬ শ’ ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১১৯টি প্রতিষ্ঠান এবং ৩টি প্রতিষ্ঠানের পাশের হার শূন্য। এর একটি নোয়াখালীর অপর দু’টি কুমিল্লায়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকায় এ বছর সেরা স্কুলের তালিকা প্রকাশ করা হয়নি।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় ।

এতে ২ শ’৩৫ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার্থীয় বিজ্ঞান বিভাগে ৪১ হাজার ২ শ’, মানবিকে ৪৭ হাজার ২ শ’ ২৬ জন এবং ৭৭ হাজার ৬শ’৪৫ জন ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয়।

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট ৫:২৫ পিএম, ১১ মে ২০১৬, বুধবার
ডিএইচ

Share