কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ মেয়েরাই এগিয়ে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৬টি জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে। সেই সাথে জিপিএ-৫ এ মেয়েরাই এগিয়ে রয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৬৩ দশমিক ৬০। এটি গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯৮ জন কম। এ বছর ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ৯৮টি প্রতিষ্ঠান। সাধারণ গণিতে পাসের হার কম হওয়ায় সামগ্রিকভাবে ফল খারাপ হয়েছে।
শূন্য পাসের নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়। ৩২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষা অংশগ্রহণ করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। কৃতকার্য হয়েছেন ১ লাখ ৬৫৮১ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৯০২ জন। তার মধ্যে ছেলে ৪৪০৭ জন ও মেয়ে ৫৪৯৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাশের হার কমেছে। কমেছে জিপিএ-৫।
দুপুর ২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম এই ফল প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, ফলাফলের এই পতনের পেছনে নতুন প্রশ্ন কাঠামো, কঠোর মূল্যায়ন এবং প্রস্তুতির ঘাটতি অন্যতম কারণ হতে পারে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১০ জুলাই ২০২৫