এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।
৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কুমিল্লা বোর্ডে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। ফলাফলে ছেলেদের চেয়ে এবারও এগিয়ে আছে মেয়েরা।এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১দশমিক ৩৯ শতাংশ।
বোর্ডের ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur