সপ্তম ধাপে কুমিল্লার বুড়িচং ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট ধীরগতির অভিযোগে দায়িত্বরত সহকারি প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন মজুমদারকে প্রত্যাহার এবং জাল ভোটের অভিযোগে ৩ জনকে আটক করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহাদৎ হোসেন।
এদিকে নির্বাচনি আচরণবিধি ভাঙার ঘটনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তি ১৫ নম্বর বরকামতা ইউনিয়নের নৌকার প্রার্থী নুরুল ইসলাম।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। ওই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সকাল পর্যন্ত আলোকসজ্জা করেছেন এবং কেন্দ্রে একাধিক লোক নিয়ে প্রবেশ করেন।
প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ০৭ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur