কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এমন বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুলসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৪ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur