কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা দু’টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পৃথক ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিহ হয়। শনিবার সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা।
এবছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে ৬টি অনুষদের ১৯টি বিভাগে ১হাজার ১০টি আসনের বিপরীতে ৪৪হাজার ৪শ ৪৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ জন শিক্ষার্থী। এই সেশনে ‘বি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিতকা এবং আইন অনুষদের অধীনে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এদিকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইজ ব্যবহার নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৪:৫৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ