Home / সারাদেশ / কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চলমান করোনা দুর্যোগের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অবস্থান না করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তা ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১২ এপ্রিল ২০২০